| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইসলামী শাসন ব্যবস্থা শক্তিশালী করতে আফগানিস্তানে বিশাল জনসভা অনুষ্ঠিত


ইসলামী শাসন ব্যবস্থা শক্তিশালী করতে আফগানিস্তানে বিশাল জনসভা অনুষ্ঠিত


শেখ আশরাফুল ইসলাম     15 October, 2025     12:37 PM    


ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বাগলানে জাতীয় ঐক্য ও ইসলামী শাসন ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে বিশাল বড় এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল দেশের ঐক্য বৃদ্ধি, ইসলামী শাসন ব্যবস্থা আরও মজবুত করা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বার্তাসংস্থা পাজক আফগান নিউজের প্রকাশিত এত সংবাদ থেকে এ তথ্য জানা যায়। সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই জনসভা আয়োজিত হয়।

জনসভায় স্থানীয় কর্মকর্তাসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তৃতা দেন জিরগা ও উপজাতি বিষয়ক উপমন্ত্রী মাওলানা মুহাম্মাদ আলি জান আহমদ। তিনি জনগণকে আহ্বান জানান, একটি অভিন্ন লক্ষ্য, দৃঢ় বিশ্বাস এবং ঐক্যের নীতিমালার অধীনে একত্রিত হতে, যাতে সমাজ বিভক্ত না হয়ে স্থিতিশীলতা ও উন্নতির পথে এগিয়ে যেতে পারে।

মাওলানা আহমদ ইসলামী ব্যবস্থার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং এটি রক্ষা ও শক্তিশালী করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সূত্র : পাজক আফগান নিউজ